Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিটাগাং চেম্বার নির্বাচন : সভাপতি মাহবুবুল আলম সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১২:০০ এএম

 শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। গতকাল মঙ্গলবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজের তত্ত¡াবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্সের এক সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন বোর্ডের তত্ত¡াবধানে নব-নির্বাচিত পরিচালক একেএম আকতার হোসেনের সভাপতিত্বে নির্বাচিত পরিচালকমন্ডলীর মধ্য থেকে ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের সভাপতিমন্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়। চেম্বারের পরিচালকমন্ডলী নির্বাচনের লক্ষ্যে ২১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা বিগত ৯ মে শেষ হয়। উক্ত সময়ের মধ্যে অর্ডিনারীর বিভিন্ন ক্যাটাগরীতে ২৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪জন পরিচালকই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। নব-নির্বাচিত পরিচালকমন্ডলী সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিটাগাং চেম্বার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ