Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দুর্যোগ ঝুঁকি বুঝেই বিনিয়োগ করতে হবে

চিটাগাং চেম্বার সভাপতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেছেন, দেশকে উন্নত করতে হলে ব্যবসায়ীদের তথ্যভিত্তিক তথা ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে দুর্যোগ ঝুঁকি বুঝে বিনিয়োগ করতে হবে। গতকাল নগরীর রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে পরিকল্পনা মন্ত্রণালয় এবং ইউএনডিপির যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি সেক্টর রিস্ক প্রোফাইল-দ্যা কেইস অব কেইপিজেড অ্যান্ড কালুরঘাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন চট্টগ্রাম’ শীর্ষক গবেষণাবিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ অব প্রোগ্রামিং ডিভিশন খন্দকার আহসান হোসেনের সভাপতিত্বে সেমিনারে পরিকল্পনা মন্ত্রণালয়ের ন্যাশনাল রেজিলেন্স প্রোগ্রামের প্রোগ্রামিং ডিভিশন ও প্রজেক্ট ডিরেক্টর ড. নুরুন নাহার এবং ইউএনডিপির প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ আবদুল্লাহ খান বক্তব্য রাখেন।
সরকার ও দাতাসংস্থার নিয়মিতভাবে এ জাতীয় গবেষণা পরিচালনার মাধ্যমে ব্যবসায়ীদের অবহিত করা প্রয়োজন উল্লেখ করে চেম্বার সভাপতি বঙ্গবন্ধু শিল্পনগর অঞ্চলে এ জাতীয় গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ