Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্যাট মওকুফের আহবান চিটাগাং চেম্বার সভাপতির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

করোনায় নাজুক পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জুন থেকে আগস্ট মাসের ভ্যাট ও জরিমানা মওকুফের আহবান জানিয়েছেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বরাবরে বুধবার একপত্রে এ আহবান জানান তিনি।

তিনি বলেন, বিভিন্ন সময়ে ঘোষিত ও অঘোষিত লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিধিনিষেধ, মানুষের চলাচল নিয়ন্ত্রণ, চাহিদা ও যোগানে বিশাল ছন্দপতন ইত্যাদি কারণে এসব ব্যবসায়ীদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করলেও প্রকৃতপক্ষে তা অপ্রতুল। এ পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পক্ষে ভ্যাট ও জরিমানা প্রদান করা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিটাগাং চেম্বার সভাপতির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ