Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিটাগাং চেম্বারে ‘জাপান ডেস্ক’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

চিটাগাং চেম্বার, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) ও জাপান-বাংলাদেশ চেম্বারের (জেবিসিসিআই) যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, চট্টগ্রামে ‘জাপান ডেস্ক’ স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডেস্ক উদ্বোধন করেন।
এ উপলক্ষে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইওহো, জেটরো’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইওজি আন্দো, ঢাকাস্থ জাপানীজ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এসোসিয়েশনের (জেসিআইএডি) সভাপতি হিকারি কাওয়াই, জাপান-বাংলাদেশ চেম্বার সভাপতি আসিফ এ চৌধুরী, উপদেষ্টা সালাহউদ্দীন কাসেম খান, সেক্রেটারী তারিক রাফি ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। কোভিড-১৯ মহামারী সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি খুবই স্থিতিশীল অবস্থায় রয়েছে। চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় জাপানে বাংলাদেশের রপ্তানী ১৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিটাগাং চেম্বার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ