Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মানুষ না খেয়ে মরবে, তাই লকডাউন দেব না : মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২১, ১২:০২ এএম

করোনায় নাজেহাল ভারতের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। পশ্চিমবঙ্গও রয়েছে ভয়ংকর ঝ‚ঁকিতে। তবে সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার লকডাউনের ঘোষণা দিবে কি না তা নিয়ে ভাবনায় আছে রাজ্যের প্রায় সবাই। এরই মধ্যে সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গে প‚র্ণ লকডাউন কখনই ঘোষণা করা হবে না। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সম্প‚র্ণ লকডাউন নয়। তবে লকডাউনের মতো কড়া বিধি দরকার। লকডাউনের মতো ব্যবহার করতে হবে আমাদের। লকডাউন দিলে মানুষ খেতে পাবে না। সকলকে কোভিড নির্দেশ কড়াভাবে মেনে চলতে হবে। এবার কোভিড বেশি হচ্ছে, সংক্রমণের হারও বেশি। মমতা বলেন, সম্প‚র্ণ লকডাউনের পক্ষপাতী নই। বহু গরিব মানুষের সমস্যা হবে। ওদের তো দিন চালাতে হবে। বরং ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মনে রাখবেন, মাস্ক পরতে হবে, ভালো করে স্যানিটাইজ করতে হবে, হাত বারবার ধোবেন। লোকাল ট্রেন বন্ধ হওয়ায় ঝুঁকি অনেকটা কমেছে। লকডাউনের মতো করেই চলুন সবাই। মুখ্যমন্ত্রী এই কথা বললেও রাজ্যে করোনার ভয়াবহতা সামাল দিতে ইতোমধ্যেই জারি করা হয়েছে একাধিক বিধি নিষেধ। বন্ধ লোকাল ট্রেন, অন্যান্য পরিবহন চলছে ৫০ শতাংশ। দিনে মাত্র ৫ ঘণ্টা খোলা দোকান, বাজার, বন্ধ শপিংমল ও সিনেমা হল। এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ