Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার অতিক্রম

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১২:০১ এএম

দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ৫০ হাজার অতিক্রম করেছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ১ হাজার জন আক্রান্ত হবার ফলে মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫১ হাজার। এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৫৫৬ জন।
গত ৪৮ ঘণ্টায় ভোলায় নতুন আক্রান্ত প্রায় পৌঁনে ৩শ’। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৪৫ জন। মারা গেছেন দু’জন। এসময়ে পটুয়াখালীতে নতুন করে আক্রান্ত ১৬৩ জনসহ মোট সংখ্যা ১১ হাজার ৬২১ জন। মারা গেছেন ৭ জন।
বরগুনাতে নতুন আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। পিরোজপুরে নতুন করে ১৫২ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬ হাজার। তবে জেলাটিতে ডায়রিয়ায় কারো মৃত্যু নেই। বরিশালে আরো ১১০ জন আক্রান্ত হয়েছে। বরিশাল মহানগরীসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮২০। মারা গেছেন ৫ জন। অপরদিকে ঝালকাঠিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৭১ জন। জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৩৩। তবে কোন মৃত্যু নেই।
এদিকে স্বাস্থ্য বিভাগ থেকে পর্যাপ্ত উপকরণসহ স্যালাইন মজুদের কথা জানানো হয়েছে। গতকাল সকাল পর্যন্ত এ অঞ্চলে প্রায় ১ লাখ ১০ হাজার ব্যাগ আইভি স্যালাইন মজুদ ছিল। যার মধ্যে ১ হাজার সিসির স্যালাইনের পরিমাণ প্রায় ৬৭ হাজার ৫শ’ ব্যাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ