Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চাটমোহরে শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : চাটমোহরে টানা কয়েকদিনের ঘন কুয়াশা আর আর্দ্র আবহাওয়ায় প্রচ- শীতে শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। গত এক সপ্তাহে শতাধিক শিশু কোল্ড ডায়েরিয়ায় ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ৭০ শিশুকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লিক্সে ভর্তি করা হয়েছে। এদের বয়স ৩ মাস থেকে ৬ বছর। প্রতিদিন গড়ে ১০/১২ জন শিশু চাটমোহর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। ৫০ শয্যাবিশিষ্ট চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের জন্য কোন বেড নেই। বেডের অভাবে অনেক শিশু রোগীকে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তবে এ পর্যন্ত কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাটমোহরে শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ