Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দিরের প্রসাদ খেয়ে নারী, শিশুসহ অর্ধ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:৫৬ পিএম

নীলফামারীর ডোমারে মন্দিরের প্রসাদ খেয়ে একই গ্রামের অর্ধ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে রোববার(১১ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত মহিলা,শিশু ও বৃদ্ধসহ ২২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ৬ শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নিজ নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নয়ানী বাকডোকরা সাধুপাড়া গ্রামে। সরেজমিনে গিয়ে জানা গেছে,ওই গ্রামের কৃষ্ণ চন্দ্র রায়ের গাভীর গত এক মাস আগে একটি এড়ে বাছুর জন্ম নেয়। এ জন্য তিনি শনিবার বিকালে স্থানীয় মন্দিরে প্রসাদ তৈরি করে গ্রামের লোকজনদের খাওয়ান। এই প্রসাদ খেয়ে মহিলা,শিশু, ও বৃদ্ধসহ অর্ধ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। রোববার সকাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত ২২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশীর ভাগই শিশু। আক্রান্তরা হলেন হলেন-জিয়ান্ত রায়(৮), উৎসব চন্দ্র রায়((৮),পলাশ চন্দ্র রায়((১২),বিপুল চন্দ্র রায়(৭),রিপন চন্দ্র রায়(১০), অরন্য চন্দ্র রায়(৪),অর্পন চন্দ্র রায়(৭),সাথি(২),সুব্রত চন্দ্র রায়(৬), শুকাতু রায়(৬৫),দিলিপ চন্দ্র রায়(১১) কনক রায়(৭),মায়া রানী(৮), রবীন্দ্র নাথ(২),জোতিষ চন্দ্র রায়(১৪)। হাসপাতালে জিয়ান্ত রায়ের মা রনকা রানী জানায় শনিবার বিকেলে প্রসাদ খাওয়ার পর রাত থেকে সকলেরই বমি এবং পাতলা পায়খানা শুরু হয়। রাত যতই গভীর হতে থাকে ততই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। এদিকে ওই গ্রামে গিয়ে দেখা গেছে, নিজ বাড়ীতে স্যালাইন লাগিয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. নাছিমা হক জানান,আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশী। এদের মধ্যে অনেকের শরীরে খিঁচুনি শুরু হয়েছে। গুরুত্বর ৬ শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ