Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাণীশংকৈল হাসপাতালে ১৪ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৪১ রোগী ভর্তি ১ জনের মৃত্যু

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হাসপাতালে ১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকোপ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪১ জন রোগী ভর্তি হয়। ডায়রিয়ার ওষুধ সঙ্কট হওয়ায় ১৪ ফেব্রুয়ারি একজন শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, ঠা-ার রেস কমলেও ডায়রিয়া কমেনি। উপজেলার বিভিন্ন এলাকার ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি হয়। সন্ধারই গ্রামের জুলহাস’র ৭ মাসের শিশু কন্যা লামিয়া আক্তার জুই ডায়রিয়ায় আক্রান্ত হলে রাণীশংকৈল হাসপাতালে ১৩ ফেব্রুয়ারি ভর্তি করা হয়। পরদিন ১৪ ফেব্রুয়ারি সকালে রোগীর বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফাড করে। রোগীকে ঠাকুরগাঁও নিয়ে যাওয়ার সময় পথে মারা যায়। আরএমও ডা. ফিরোজ জানান, ডায়রিয়া রোগের স্যালাইন সরবরাহ নেই। অনেকবার চাহিদা পত্র দেয়া হয়েছে। হাসপাতালের নার্স ইনচার্জ সুরাইয়া বলেন, হাসপাতালে শুধু মাত্র খাওয়ার স্যালাইন, টিসি, মেট্রো টেবলেট ছাড়া আর কিছু নেই। এভাবে চলছে সরকারি হাসপাতালগুলো। হাসপাতালে ওষুধপত্র না থাকায় হাজারো গরিব দুখি রোগীকে টাকার অভাবে হাসপাতাল বারান্দায় পড়ে থাকতে হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাণীশংকৈল হাসপাতালে ১৪ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৪১ রোগী ভর্তি ১ জনের মৃত্যু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ