মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ আফ্রিকার কমান্ডার ইন চিফ প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ইফতার অনুষ্ঠানে মুসলিমদের সাথে যোগ দেন। রামাফোসা গত বৃহস্পতিবার এএনসির সংসদ সদস্য ফয়েজ জ্যাকবস এবং মুসলিম জুডিশিয়াল কাউন্সিল (এমজেসি)-এর আমন্ত্রণে এ ইফতার মাহফিলে অংশ নেন। কেপ টাউনের ল্যানসডাউনের ইসলামিয়া কলেজে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। এতে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিও। প্রেসিডেন্ট উপস্থিত মেহমানদের সাথে কুশল বিনিময় করেন এবং মাগরিব নামাজেও অংশ নেন। ভিডিওতে তাকে ঠিক ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা যায়। দক্ষিণ আফ্রিকায় বর্তমানে ৮ লাখ ২৯ হাজারেরও বেশি মুসলিম বসবাস করে। ২০২০ সালের হিসেব অনুযায়ী এটা ৫ কোটি ৬৮ লাখ জনসংখ্যার ১ দশমিক ৪৬ শতাংশ। সূত্র : কেপ টাউন ইটিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।