Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুস্থ ও অসহায়দের টাকা বিতরণে অনিয়ম হলে ব্যবস্থা : পলক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ৬:০৫ পিএম

দুস্থ, অসহায় দরিদ্র মানুষদের টাকা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। কোনো অনিয়ম বা দুর্নীতি হলে সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি
মানুষকে ভালো রাখার জন্য ভ্যাকসিন ক্রয় করার জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে। তাছাড়া এই করোনাকালে যাতে কোনো কাজ যেন থেমে না থাকে, সেজন্য প্রযুক্তির সহায়তা সকল কার্যক্রম চালু রাখা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে সাধারণ মানুষ।

শনিবার দুপুরে সিংড়া উপজেলার পৌরসভা ও ১২টি ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝে ঈদুল ফিতরের নগদ ৪৫০ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে এসব কথা বলেন। সিংড়া পৌরসভার আয়োজনে দমদমা পাইলট স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম সহ অন্যন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিংড়া পৌরসভায় ৪ হাজার ৬২১ এবং ১২টি উপজেলার ১৯ হাজার ৮৮৯ জনকে ৪৫০ টাকা করে দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পলক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ