Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিনাঞ্চলে ডায়রিয়া কেড়ে নিল আরো দুজনের মৃত্যু আক্রান্তের সংখ্যা ৫০ হাজারে কাছে পৌছল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৮ মে, ২০২১, ৫:৫৫ পিএম

দক্ষিনাঞ্চলে ডায়রিয়া কেড়ে নিল আরো দুটি প্রাণ। শণিবার দুপুরে পূর্ববর্তি ২৪ ঘন্টায় পটুয়াখালীর দশমিনা ও বরগুনা সদরে এ দুজনের মৃত্যুর ফলে গত তিন মাসে দক্ষিণাঞ্চলে ১৯ জনের মৃত্যুর কথা জানাল স্বাস্থ্য বিভাগ। যার ১৮ জনই মারা গেছেন গত একমাসে। স্বাস্থ্য বিভাগের মতে এসময়ে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৬৭৮ জন। আর গত ২৪ ঘন্টায় সরকারীভাবে আরো ৫১৯ জন সহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যাটা দাড়িয়েছে ৪৯ হাজার ৮৩৩ জনে । আর গত এক সপ্তাহেই দক্ষিণাঞ্চলে ৫ হাজার ৬৭৮ জন ডায়রিয়া আক্রান্তের মধ্যে ৬ জনের মৃত্যু হল। স্বাস্থ্য বিভাগের মতে দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত ৪৯ হাজার ১০৩ জন ডায়রিয়া রোগী সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী গ্রামের ৮০ বছর বয়স্ক নয়া মল্লিক এবং বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের ৫০ বছর বয়স্ক মোঃ ইদ্রিস আলী স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরন করেন। এরফলে পটুাখালীতে ডায়রিয়ায় মৃত্যুর সংখ্যা ৭জনে উন্নীত হল বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে অরো ৮৬ জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০ হাজার ৪৪২ জনে।
অপরদিকে বরগুনাতেও গত ২৪ ঘন্টায় সরকারী মতে ৫৪ জন সহ এপর্যন্ত ৭ হাজার ৮৬৪ জন ডায়রিয়া আক্রান্তের মধ্যে ইতোমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। লাগাতর অনাবৃষ্টি আর উজানের প্রবাহ হ্রাসের ফলে পটুয়াখালী ও বরগুনার প্রায় সব নদ-নদীতে সাগরের লবনাক্ত পানি উঠে আসায় তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে আরো ৩ মাস আগে। এছাড়া দুটি জেলার খালের পানিতে ডয়রিয়ার জীবানু সহ মলের অস্তিত্ব সনাক্ত করেছে আইইডিসিআর-এর পর্যবেক্ষকগন। এসব পানি দৈনন্দিন কাজে ব্যবহারের ফলে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলেও মনে করছেন চিকিৎসকগন।
গত ২৪ ঘন্টায় ভোলাতে আরো ১৭৭ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দ্বীপজেলাটিতে মোট আক্রান্তের সংখ্য ১২ হাজার ৯৭০ বলে সরকারীভাবে বলা হয়েছে। মারাগেছেন ২জন। এসময়ে বরিশালেও নতুনকরে ৮৬ জনের ডায়রিয়া আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলাটিতে ইতোমধ্যে ৫ জনের মৃত্যু ছাড়াও ৬ হাজার ৬৫৮ জনের আক্রান্তের কথা সরকারীভাবে বলা হয়েছে। বরিশাল জেনারেল হাসপাতালের ৪ বেডের ডায়রিয়া ওয়ার্ডে এখনো ২৫ জনের বেশী রোগী চিকিৎসাধীন ।
পিরোজপুরেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ৭৬ জন আক্রান্তের ফলে জেলাটিতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৩৩৩ জনে। তবে এ জেলায় এখনো ডায়রিয়ায় কারো মৃত্যু হয়নি। ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ৪২ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৬৬ জনে উন্নীত হলেও জেলাটিতে কারো মৃত্যু হয়নি ডায়রিয়ায়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মতে সমগ্র দক্ষিণাঞ্চলে ডায়রিয়া চিকিৎসায় পর্যাপ্ত আইভি স্যালাইন সহ চিকিৎসা সমাগ্রী মজুত রয়েছে। বিভিন্ন জেলা উপজেলাতে প্রায় ১লাখ ব্যাগ আইভি স্যলাইন মজুদের কথা জানিয়ে ১ হাজার সিসির স্যালাইন মজুদের পরিমানই প্রায় ৬২ হাজার ব্যাগ বলে জানান হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়রিয়া

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ