বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেতন-ভাতার দাবীতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চুক্তিভিত্তিক নিয়োগকৃত কর্মচারীরা অবস্থান ধর্মঘট পালন করেছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সামনে তারা অবস্থান করে। পরে কর্তৃপক্ষ দ্রুত বেতন-ভাতাদি দেয়ার প্রতিশ্রুতি দিলে তারা আপাতত আন্দোলন স্থগিত করেন।
আন্দোলনকারীরা জানান, ঠিকাদারের অধীন হাসপাতালে ২০জন কর্মরত থাকার কথা থাকলেও চাকরি করছেন ৭০জনের বেশি। ফলে তারা নির্দিষ্ট ১৬ হাজার ১৩০ টাকা বেতন পাওয়ার কথা থাকলেও বেতন পাচ্ছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। এ টাকাও গত ১২-১৩ মাস পর্যন্ত পাচ্ছেন না তারা। যার কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাধ্য হয়ে তারা কর্মবিরতী দিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন।
এবিষয়ে ঠিকাদার আল মাহমুদ হোসেন রোমেলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন পর্যন্ত বেতন না দেওয়ায় তিনি কর্মচারিদের টাকা দিতে পারছেন না। তবে ঈদের পর পরই বকেয়া বেতনগুলো সম্পূন্ন দিয়ে দিবেন বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।