বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ডায়রিয়া আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় কিছুটা হ্রাস পেয়েছে। তবে এসময়ে বরগুনা ও পটুয়াখালীতে আরো দু’জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৬’তে উন্নীত হল। এরমধ্যে ১৫ জনই মারা গেছেন গত এক মাসে। এসময়ে আক্রন্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে ২৮ হাজার। গত ৪ মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২৫৭ জন। স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা ছিল ৬৭১ জন। যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৭৩৩। প্রায় সব সরকারি হাসপাতালই ডায়রিয়া রোগীতে ঠাঁশা। হাসপাতালের ওয়ার্ড ছাড়িয়ে বারান্দায়ও রোগী সামাল দেয়া যাচ্ছে না। বরিশাল জেনারেল হাসপাতালের ৪ বেডে গতকালও ২৫ জনের বেশী ডায়রিয়া রোগী ছিলেন। গত ২৪ ঘণ্টায়ও দ্বীপজেলা ভোলাতেই আক্রান্তের সংখ্যা ছিল সর্বাধিক ২১৩ জন। ফলে জেলাটিতে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪০৫ জনে উন্নীত হল। মারা গেছেন একজন। এসময়ে বরগুনাতে ১০৫ ও পটুয়াখালীতে ১০১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দু’জেলাতেই ১ জন করে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। এছাড়া পিরোজপুরে ১শ’, বরিশালে ৯০ ও ঝালকাঠিতে ৬২ জন ডায়রিয়া আক্রান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ফলে স্বাস্থ্য বিভাগের হিসেবে পটুয়াখালীতে এ পর্যন্ত ১০ হাজার ২২৫, বরগুনাতে ৭ হাজার ৬২৫, বরিশালে ৬ হাজার ৫১৭, পিরোজপুরে ৬ হাজার ৫৭ এবং ঝালকাঠিতে প্রায় সাড়ে ৬ হাজার ডায়রিয়া আক্রান্ত হল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।