Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়তে পারে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০২১, ১২:০৩ এএম

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ। আগামী কাল ৬ মে সীমান্ত বন্ধের মেয়াদ শেষ হবে। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণ এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। এ অবস্থায় কী করণীয় সে বিষয়ে পর্যালোচনা বৈঠক হবে এ সপ্তাহে।
এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ভারতের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। দেশটিতে করোনার যে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সেটির বিষয়ে আমরা উদ্বিগ্ন। সীমান্ত বন্ধের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেই। তবে আমরা নিয়মিত পর্যালোচনা করছি এবং এ সপ্তাহেই এ বিষয়ে অনুষ্ঠেয় বৈঠকে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট যেন বাংলাদেশে না ছড়িয়ে পড়ে এবং এজন্য সর্বত্র ব্যবস্থা নেওয়া।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ১৪ দিনের জন্য ভারতের সঙ্গে সব সীমান্ত বন্ধ ঘোষণা করে বাংলাদেশ।
যশোরের হোটেলে বাড়ছে চাপ : সীমান্ত বন্ধ করা হলেও বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থায় ভারত থেকে বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছেন। এক্ষেত্রে সবার জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।
জানা গেছে, গত ১০ দিনে বেনাপোল দিয়ে প্রায় ১২৫০ জন এবং আখাউড়া দিয়ে প্রায় ৮০ জনের মতো দেশে ফিরেছেন। কলকাতায় বাংলাদেশ মিশন প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জনের ছাড়পত্র ইস্যু করছে। যেহেতু বেনাপোল হয়ে আগতদের সংখ্যা বেশি, সে কারণে কোয়ারেন্টিনের জন্য চাপ বাড়ছে যশোরের আবাসিক হোটেলগুলোতে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ‘যশোর জেলার হোটেলগুলোতে ফেরত আসা বাংলাদেশিদের রাখা হয়েছে। লোক প্রবেশের হার অব্যাহত থাকায় জেলা প্রশাসনের ওপরে চাপ বাড়ছে।’
নতুন করে ফেরত আসা বাংলাদেশিদের কোয়ারেন্টিন ব্যবস্থা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি জানান। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ