Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সড়কে নিথর ১১ প্রাণ সাত জেলায় দুর্ঘটনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২১, ১২:০০ এএম

সড়কে ঝরল ১১ প্রাণ। গত ২৪ ঘণ্টায় সাত জেলা এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে সিলেটে ট্রাকচাপায় ৫ জন, খুলনা, নাটোর, বরিশাল, দিনাজপুর, ভোলা, পটুয়াখালী ও চট্টগ্রামে একজন করে।
খুলনা : খুলনা-যশোর মহাসড়কে ফুলতলার চৌদ্দমাইল এলাকার ফুলতলা ফিলিং স্টেশনের সামনে গতকাল দুপুরে ফুলতলাগামী একটি বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী শাহাবুদ্দিন মোড়ল ওরফে শিহাব (৩৪) এর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। এ সময় ভ্যান চালক বোরহান মোল্যা (২৫) আহত হন। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
সিলেট : সিলেটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। গতকাল সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই উপজেলার পাখিবিল ও রূপচেঙ গ্রামের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় নিহত দুই শিশু, এক নারীসহ চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
নিহতরা হলেন, জৈন্তাপুরের পাখিবিল গ্রামের অটোরিকশাচালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৯), তার ছেলে শাহাদত হোসেন, মেয়ে সাবিয়া বেগম (৭) ও মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)।
আহতরা হলেন, রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) এবং জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)।
পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। পথে জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে পৌঁছালে গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে উঠে। এসময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে ময়নাতদন্ত ও চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
ভোলা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটে ট্রাকের ধাক্কায় আকলিমা আক্তার (৩২) নামে এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে কুঞ্জেরহাট-তজুমদ্দিন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আকলিমা ভোলা সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দীনের স্ত্রী ও বোরহানউদ্দিন থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন। জানা যায়, আকলিমার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। আকলিমার বড় ছেলে আবির খান জয় (১৪) ও আবিদ খান জীম (১২) মায়ের সঙ্গেই ভোলায় থাকত।
দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে ফেনসিডিলবাহী পিকআপভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কানাগাড়ি রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই পিকআপভ্যান থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম নবাবগঞ্জ উপজেলার আমবাগান এলাকার শুরুজ আলীর ছেলে।
কলাপাড়া (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে সিয়াম হোসেন ওরফে আপন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গত শনিবার রাত ৩টার দিকে কলাপাড়া-বালিয়াতলী সড়কের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম পৌর শহর ছাত্রলীগের সদস্য। তার বাড়ি উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে।
আনোয়ারা(চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পূর্বকন্যারা সেবা খোলা নামক এলাকায় গত শনিবার বিকালে একটি সিএনজি অটোরিক্সা অপর একটি ব্যাটারী চালিত রিকশা ও মোটর সাইকেলকে ২ দফায় ধাক্কা দিলে সিএনজি, রিকশা ও মোটর সাইকেল আরোহীসহ ৬ জন আহতের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাতে চিকিৎসাধীন অবস্থায় আবদুর রশীদ ( ৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নাটোর : নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় আবু হানিফ (৩৬) নামের ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ সদর উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের গোলাপ প্রামাণিকের ছেলে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ