Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর অকাল মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ২:২০ পিএম

কলাপাড়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে টিয়াখালী ইউপির ইটবাড়িয়া বালিয়াতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেবাচিমে প্রেরণ করে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেয়ার পথে ভোরবেলা লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়। নিহত সিয়াম হোসেন আপন ক্ষেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ও সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়ার পুত্র। 

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুত গতিতে বালীয়াতলী খেয়াঘাটের দিকে যাবার সময় মোটরসাইকেল নিয়ে ছিটকে একটি ঘরের ওপর পরে সিয়াম হোসেন আপন। এসময় মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। সিহরী খাওয়ার শেষ সময়ে এমন ঘটনা ঘটেছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

 

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান গনমাধ্যমকে জানান, এবিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। তবে পটুয়াখালী থেকে আমাদের জানানো হয়েছে যে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

Kjvcvovq ‡gvUimvB‡Kj `yN©Ubvq ¯‹zj wkÿv_©xi AKvj g„Zz¨

 

G Gg wgRvbyi ingvb ey‡jU ,  Kjvcvov(cUzqvLvjx)cÖwZwbwa   t    Kjvcvovq †gvUi mvB‡Kj `yN©Ubvq GK ¯‹zj wkÿv_©xi gg©vwšÍK g„Zz¨ n‡q‡Q| iweevi †fvi iv‡Z wUqvLvjx BDwci BUevwoqv evwjqvZjx mo‡K G `yN©Ubv N‡U| i³v³ Ae¯’vq ¯’vbxqiv AvnZ‡K D×vi K‡i Kjvcvov nvmcvZv‡j wb‡q †M‡j wPwKrmK Zv‡K `ªæZ ewikvj †kevwP‡g †cÖiY K‡i| DbœZ wPwKrmvi Rb¨ ewikvj †bqvi c‡_ †fvi‡ejv ‡jeyLvjx GjvKvq Zvi g„Zz¨ nq| wbnZ wmqvg †nv‡mb Avcb †ÿcycvov miKvix g‡Wj gva¨wgK we`¨vj‡qi beg †kÖbxi wkÿv_©x I mv‡eK BDwc m`m¨ gvmy` wgqvi cyÎ|

 

¯’vbxq I cÖZ¨ÿ`k©x m~‡Î Rvbv hvq, `ªæZ MwZ‡Z evjxqvZjx †LqvNv‡Ui w`‡K hvevi mgq †gvUimvB‡Kj wb‡q wQU‡K GKwU N‡ii Ici c‡i wmqvg †nv‡mb Avcb| Gmgq †gvUimvB‡K‡j wZwb GKvB wQ‡jb| wmnix LvIqvi †kl mg‡q Ggb NUbv N‡U‡Q e‡jI Rvbvb cÖZ¨ÿ`k©xiv|

 

Kjvcvov _vbvi Iwm (Z`šÍ) Avmv`yi ingvb Mbgva¨g‡K Rvbvb, Gwel‡q Avgv‡`i †KD AewnZ K‡iwb| Z‡e cUzqvLvjx †_‡K Avgv‡`i Rvbv‡bv n‡q‡Q †h moK `yN©Ubvq GKR‡bi g„Zz¨ n‡q‡Q|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ