বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, দেলোয়ারা বেগম(৬৫), খায়রুল আলম(৪০), আবু সুপিয়ান(৩৫)। শনিবার(১ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মফিজউদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আহত খায়রুল আলম জানান, ‘শনিবার সকালে তাদের ভোগদখলীয় জমির গাছ কাটতে গেলে একই বাড়ির আব্দুর রব নেতৃত্বে চরপাতা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ফয়েজউল্যাহ , বহিরাগত আব্দুলহাই, রাকিবসহ ২০/২৫ জন লোক দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় প্রতিপক্ষরা ইটপাটকেল নিক্ষেপ করে ও তাদের বসতঘর ভাঙচুর চালায়।’
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রব জানায়, ‘খায়রুল আলম গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। শনিবার বিরোধীয় জমির গাছ কাটায় বাধা দিলে তাকে মারধর করা হয়। তবে হামলা ও ভাঙচুরের বিষয়টি তিনি অস্বীকার করেন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পর দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দৌলতখান থানা ভারপ্্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, ‘এ বিষয় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।