নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ম্যাচের দ্বিতীয় ওভারেই এলবিডব্লিউর দুটি আবেদন। তাসকিন আহমেদ বেশ অস্বস্তিতে ফেললেন দিমুথ করুনারত্নেকে। প্রথম ঘণ্টাজুড়েই সেই দৃশ্য দেখা গেল নিয়মিত। তাসকিন, আবু জায়েদ চৌধুরি, শরিফুল ইসলামরা বেশ কবারই বিপাকে ফেললেন দুই লঙ্কান ওপেনারকে। তবে ধরা দিল না কাঙ্ক্ষিত প্রথম ব্রেক থ্রু। কিন্তু রানের চাকায় লাগাম ধরা হয়েছে ঠিকই, বাউন্ডারি হয়েছে কেবল একটি।
অভিষিক্ত শরিফুলকে নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
আগের টেস্টে টস জিতলেও এবার মুদ্রা নিক্ষেপে ভাগ্যকে পাশে পেলেন না বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। পাল্লেকেলেতে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে টস জিতে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে বেছে নিলেন ব্যাটিং। মুমিনুল জানালেন, টস জিতলে তিনিও নিতে ব্যাটিং।
বাংলাদেশ দলে আগের টেস্ট থেকে পরিবর্তন আছে একটি। বাদ পড়েছেন ডানহাতি পেসার ইবাদত হোসেন চৌধুরি। তার জায়গায় দলে এসেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশের ৯৭তম টেস্ট ক্রিকেটার ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
সম্প্রতি নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন শরিফুল। এবার টেস্ট অভিষেকও হয়ে গেল ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি, শরিফুল ইসলাম।
লঙ্কান দলে জোড়া পরিবর্তন
শ্রীলঙ্কা দলে আগের ম্যাচ থেকে পরিবর্তন দুটি। তাদের মধ্যে একজন অভিষিক্ত। চোট পাওয়া পেসার লাহিরু কুমারার জায়গায় একাদশে এসেছেন প্রাভিন জয়াবিক্রমা। ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে টেস্ট ক্যাপ পেলেন ২২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।
লেগ স্পিনিং অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গার বদলে সুযোগ পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে গলে নিজের একমাত্র টেস্টটি খেলেন মেন্ডিস।
শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, প্রাভিন জয়াবিক্রমা।
ডিমিরিট পাওয়া উইকেটেও বদল
রানবন্যায় শুরু সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। পাঁচদিনে দুদল মিলিয়ে তুলেছিল ১২৮৯ রান। উইকেট পড়েছিল কেবল ১৭টি। পরে ওই ম্যাচের উইকেটকে আইসিসি ‘গড়পড়তা মানের নিচে’ রেটিং দিয়ে একটি ডিমেরিট পয়েন্ট দেয় ক্যান্ডির এই মাঠকে।
অনুমিতভাবেই আগের টেস্ট থেকে এই ম্যাচের উইকেটে আছে কিছুটা পরিবর্তন। উইকেটে নেই ততটা ঘাসের ছোঁয়া। টস জয়ের পর করুনারত্নে বললেন, “উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। অন্তত শুরুর দিনগুলি খুব ভালো ব্যাটিং উইকেট হবে। পরের দিকে স্পিনারদের সহায়তা থাকতে পারে।”
বাংলাদেশ অধিনায়ক মুমিনুলেরও একই ধারণা উইকেট নিয়ে, “ আগের ম্যাচের চেয়ে উইকেট এবার আলাদা। শুরুতে ব্যাটসম্যানরা সহায়তা পেলেও তৃতীয় বা চতুর্থ-পঞ্চম দিনে টার্ন করতে পারে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।