প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভিন্ন ধারার নাট্যনির্মাতা কামাল খান নির্মাণ করতে যাচ্ছেন ৫০০ পর্বের ধারাবাহিক নাটক মাধবীলতা হারিয়ে গেছে। এস. এম. কামরুজ্জামান সাগর, শেখ রুনাসহ এর প্যানেল পরিচালক হিসেবে থাকবেন চার নাট্যনির্মাতা। পরিচালক কামাল খান জানান, গল্প উপস্থাপনের ক্ষেত্রে আঙ্গিকগত কিছু ভিন্নতা থাকবে। সমাজের বিভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা চরিত্রগুলো একটি কেন্দ্রে এসে মিলিত হবে। চরিত্রগুলো আমাদের জীবনেরই, কিন্তু সমষ্টিগতভাবে এসব জীবন শিল্প হয়ে উঠছে। এজন্য শিল্পের রসগুলো ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করা হবে। চরিত্রানুযায়ী শিল্পী নির্বাচন চলছে। টেলিভিশনের জনপ্রিয় এবং নন্দিত শিল্পীদের পাশাপাশি অনেক মঞ্চ শিল্পী এই শিল্পকর্মে যুক্ত থাকবেন। টেলিভিশনের পরিচিত ও নন্দিত শিল্পীদের পাশাপাশি মঞ্চ শিল্পীরাও এই শিল্পকর্মে যুক্ত থাকবেন। খুব শিঘ্রই নাটকটির শুটিং শুরু হবে। ইউনিফ্রেমের প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন পাপলু খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।