Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদুল হাসানের মেগা ধারাবাহিক দিয়ে শুরু হলো চ্যানেল আইয়ের পরীক্ষামূলক চাঙ্ক

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিকাল ৫টা ২০ মিনিটে মেগা-ধারাবাহিক সম্প্রচারের মাধ্যমে শুরু হলো চ্যানেল আইয়ের নতুন পরীক্ষামূলক চাঙ্ক। প্রথম নাটকের নাম বাসন্তিপুর। নাট্যপরিচালক ফরিদুল হাসানের পরিচালনায় প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার প্রচার শুরু হয়েছে নাটকটি। চ্যানেল আইয়ের এই সময়ে কখনই নাটক প্রচার হয়নি। সময়টা অফ-পিক হিসাবেই বিবেচিত ছিল। এই সময়টাকে পিক হিসাবে প্রতিষ্ঠিত করতেই চ্যানেল আইয়ের এই আয়োজন। সপ্তাহের চার দিন বাসন্তিপুর প্রচারিত হলেও বাকি দিনগুলোতেও আরো ধারাবাহিক প্রচার হবে বলে জানা যায়। বরজাহান হোসেন-এর রচনায় বাসন্তিপুর মেগা সিরিয়ালে অভিনয় করেছেন ডি.এ. তায়েব, মিমো, আলভী, এসএম মহসীন, ঝুনা চৌধুরী, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, কাজী উজ্জল, মম মোর্শেদ, মাহমুদুল ইসলাম মিঠু, জয়রাজ, আরফান আহমেদ, রোমানা স্বর্ণা, চমক তারা, রেবেকা, শেলি আহ্সান, মম শিউলি, টুটুল চৌধুরী, সাঈফ খান, আফরোজা হোসাইন, সুবর্ণা সাঈদ, রিমু রোজা, তমাল, সাগর রহমান, রাজ্য, শিশির আহমেদ, রবি বাবু, শহিদুল ইসলাম রুনু, আহমেদ ফারুক, সাদিয়া আফরিন, আশফাক, প্রিয়ন্তি শ্রাবন, রুহুল আমিনসহ আরো অনেকে। পরিচালক ফরিদুল হাসান বলেন, নানা হাস্যরস আর ট্র্যাজিক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। নাটকটি দর্শকদের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস। নাটকের কাহিনী বলতে গিয়ে তিনি বলেন, বাসন্তিপুর নাটকটি মূলত বাসন্তি নামে একটি চঞ্চল মেয়ের জীবনকে ঘিরেই আবর্তিত হয়েছে। সে মেয়ে মানুষ হলেও পুরুষ মানুষের মতোই একটা সাইকেল নিয়ে সারা গ্রাম চষে বেরায়। এমন কোনো কাজ নাই যে সে করতে পারে না। গাছে উঠে ডাব নামানো থেকে শুরু করে বাজার করা পর্যন্ত সকল কাজ করতে পারদর্শী সে। গ্রামের কেউ অসুস্থ হলে সবার আগে হাসপাতালে ছুটে যায়। নাওয়া খাওয়া ভুলে রোগীর সেবা করে সুস্থ হলে বাসায় ফেরে। রাতের বেলায় গ্রামের যুবকদের সাথে বাজারের মধ্যে ক্যারাম খেলতে দেখা যায় বাসন্তিকে! পুরুষ মানুষের মতো বেশ মারামারির হাত আছে বাসন্তির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফরিদুল হাসানের মেগা ধারাবাহিক দিয়ে শুরু হলো চ্যানেল আইয়ের পরীক্ষামূলক চাঙ্ক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ