Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন মেগা ধারাবাহিক নাটক দৌড়

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

জীবনের ব্যস্ততা, ছুটে চলা আর তার মাঝে ঘটে যাওয়া মজার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে মেগা ধারাবাহিক নাটক দৌড়। জাকির হোসেন উজ্জলের গল্পে এটি পরিচালনা করছেন ফরিদুল হাসান। নাটকটিতে অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম, মারজুক রাসেল, শামীমা নাজনীন, ওলিউল হক রুমি, উর্মিলা শ্রাবন্তী কর, নাবিলা ইসলাম, জামিল হোসাইন, মিলন ভট্ট, ফারজানা রিক্তা, স্বর্ণলতা, সিয়াম নাসির, আয়েশা নাফিসা, নুসরাত জান্নাত রুহি, সঞ্চিতা দত্ত, টুটুল চৌধুরী, জামাল রাজা, হারুন রশিদ, হানিফ পলোয়ান, বেলাল আহমেদ মুরাদ ও সাজু আহমেদ সহ আরো অনেকে। সামাজিক ও ব্যক্তিজীবনে প্রতিটি মানুষই যার যার অবস্থান থেকে নিরন্তর ছুটছেন। জীবিকা নির্বাহ আর চাহিদা পূরণের চাপ থেকে। এমনই ব্যস্ততার নিরিখে সমাজে ঘটে যাওয়া ও চলমান নানা বিষয় অবলম্বন করে নির্মান করা হচ্ছে মেগা ধারবাহিক নাটক দৌড়। এটি প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনে শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন মেগা ধারাবাহিক নাটক দৌড়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ