Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪০০তম পর্বে মেগা ধারাবাহিক ডিবি

প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এটিএন বাংলায় প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ডিবি’। দীর্ঘদিন ধরে টিআরপি রেটিংয়ে শীর্ষে অবস্থান করছে ধারাবাহিকটি। এটি ৪০০ পর্বে পা দিয়েছে। নাটকটির টিম লিডারের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। তিনি বলেন, ‘ডিবি’ নাটকটি অত্যন্ত যতœ সহকারে নির্মাতা নির্মাণ করছেন। দর্শকও এর নির্মাণশৈলী ও গল্পের ধারাবাহিকতা ভীষণভাবে পছন্দ করেছেন বলেই ৪০০ পর্বের মাইলফলকে পা রাখতে পারছে। আমার বিশ্বাস, দর্শকের এই চাহিদা ও ভালবাসা ধারাবাহিকটি ধরে রাখতে পারবে। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনায়, মমর রুবেল ও রুহুল আমীন পথিকের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন। ‘ডিবি’ টিমের অন্যান্যরা হলেন হুমাইয়া হিমু, মুকফুবার রহমান, রুপো, অনন্যা অনু। নাটকটি প্রযোজনা করছে এস জি প্রোডাকশন। এটি প্রচার হয় রবি এবং সোমবার রাত ৮টা ৪০ মিনিটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৪০০তম পর্বে মেগা ধারাবাহিক ডিবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ