Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতীয়দের জন্য মন কাঁদছে বাবরের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা ভারত। গতকাল দেশটিতে নতুন করে কোভিড রোগি শনাক্ত হয়েছে ৩ লাখ ১৯ হাজার ৪৫৬ জন। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর হার ক্রমশ বেড়ে চলেছে। তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৬৪ জন। সবে মিলিয়ে ভারতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে। দেশজুড়ে অক্সিজেন সংকট চরমে, হাসপাতালে মিলছে না বেড। ভারতের বর্তমান পরিস্থিতি দেখে মন পুড়ছে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের। একটি টুইট বার্তায় বাবর লিখেছেন, ‘এমন বিপর্যয়ের সময়ে ভারতের মানুষের জন্য দোয়া কামনা করছি। এখন সময় একতাবদ্ধ হওয়ার এবং এক হয়ে দোয়া করার। সেই সঙ্গে আমি সব মানুষকে অনুরোধ করছি, সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার। এটা আমাদের সুরক্ষার জন্যই। একসঙ্গে এটা আমরা করে দেখাতে পারি।’
ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়ন দীর্ঘদিনের। চিরায়ত বৈরিতা বা দ্বৈরথ দূরে সরিয়ে দিয়েছে করোনাভাইরাস। অতিমারীর সময় ভারতের অক্সিজেন স্বল্পতা নিয়ে পাকিস্তানের মানুষের আহাজারির শেষ নেই। পাকিস্তানের বিভিন্ন অঙ্গনের তারকারা বিভেদ ভুলে ভারতের পাশে দাঁড়ানোর আহŸান জানাচ্ছেন। সেই কাতারে সামিল হলেন বাবর আজমও।
এদিকে ভারতের করোনার বিরুদ্ধে লড়াইয়ে ‘অক্সিজেন’ কিনতে পঞ্চাশ হাজার ডলার অনুদান দেন আইপিএল খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স। তার দেখানো পথে হেঁটে দেশটির কিংবদন্তি ও চলমান আইপিএলের ধারাভাষ্যকার ব্রেট লিও ভারতের প্রধানমন্ত্রীর তহবিলে বাংলাদেশী মুদ্রায় ৪৭ লাখ টাকা অনুদান দিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাবর

৬ ডিসেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২
১৭ সেপ্টেম্বর, ২০২২
৮ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ