Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রতিদান পাবে ভারত : বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

করোনার প্রথম ঢেউয়ের সময় যুক্তরাষ্ট্রে ভারতের হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর ঘটনা মনে রেখেছে বর্তমান মার্কিন প্রশাসন। দিল্লির ওই সময়ের ভ‚মিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের পাশে থাকার প্রতিদান ভারত পাবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে ফোনালাপের পর টুইটারে দেওয়া পোস্টে নিজ প্রশাসনের এমন অবস্থানের কথা জানান বাইডেন। টুইটে জো বাইডেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ কথা হয়েছে। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার পক্ষ থেকে প‚র্ণাঙ্গ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছি। ভারত আমাদের পাশে ছিল। আমরাও তাদের পাশে থাকবো। রবিবার ভারতে কোভিড টিকার কাঁচামাল সরবরাহের আশ্বাস দিয়েছিলেন বাইডেন। তার পরদিনই সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রায় ৪৫ মিনিট ধরে কথা বলেন দুই প্রেসিডেন্ট। এর আগে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের একাধিক দেশ। সোমবার বাইডেনের সঙ্গে আলোচনা ফলপসূ হয়েছে বলে জানিয়েছেন মোদি। টুইটারে তিনি লিখেছেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রস‚ হয়েছে। দুই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের দিকে যুক্তরাষ্ট্রের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাচ্ছি। সিএনএন, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ