বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারত-পাকিস্তানের পরস্পর বিরোধী সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের সম্পর্কে উন্নয়নের যে ইতিবাচক পরিস্থিতিকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানান, কাশ্মীরের মর্যাদা ফিরিয়ে দিলেই কেবল ভারতের সঙ্গে আলোচনা বসতে রাজি আছে তার দেশ। -আল জাজিরা, আনাদুলো এজেন্সি
তবে সম্প্রতি কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে তা আবারও বিবেচনা করলে পাকিস্তান আলোচনায় বসবে। কুরেশি আরও বলেন, 'ভারত যদি ২০১৯ সালের ৫ আগস্ট নেওয়া কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হয় তবে পাকিস্তান দুই দেশের মধ্যে পার্থক্য নিয়ে বসতে এবং কথা বলতে এবং আলোচনার মাধ্যমে ঝুলে থাকা ইস্যুগুলো সমাধান করতে খুশি হবে।'অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।