বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে টেক্সটাইলের বিষাক্ত রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করার অভিযোগে একটি সেমাই তৈরি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সাভারে বলিয়ারপুরস্থ মধুমতি মডেল টাউনে নাছির ফুড প্রোডাক্ট এন্ড বেকারী নামে প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
এসময় ৮০ কার্টুন সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় দুই লাখ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, নাছির ফুড প্রোডাক্ট এন্ড বেকারীতে টেক্সটাইল মিলে ব্যবহৃত ক্ষতিকর বিষাক্ত রং মিশিয়ে সেমাই উৎপাদন ও বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। এছাড়া কারখানার পরিবেশ ছিল খুবই নোংরা ও অস্বাস্থ্যকর। কারখানাটিতে বিএসটিআইএর কোন অনুমোদনও ছিল না। তাই কারখানা কর্তৃপক্ষকে চার লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতের জন্য সর্তক করে দেয়া হয়েছে।
অভিযানে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও বিএসটিআইয়ের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।