বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকায় ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
জানা গেছে, বিকেল সোয়া ৪টার দিকে নগরীর বয়রা ক্রস রোডের ঈদগাহ জামে মসজিদের পেছনে একটি সোফার কারখানায় হঠাৎ করে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেয়। একই সাথে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিকেল সাড়ে ৪টারদিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মিল্টন কেইন ফার্নিচার নামক শো-রুমের কারখানা পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কারখানায় থাকা লক্ষাধিক টাকার বেত, ফোম, তুলা, কাঠ, কাপড়সহ আনুষঙ্গিক মালামাল পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, মোহাম্মদ খানের কাছ থেকে তিনটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর এনামুল কবির তার ফার্নিচারের কারখানা চালিয়ে আসছে। এখানে গ্যাসের সিলিন্ডার, তুলা, ফোমসহ, বার্নিশ করার কেমিক্যাল ছিল। ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করে। তিনটি ঘরই পুরে ছাই হয়েছে।
বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। তবে তদন্ত শেষে আসলে কি ঘটনা তা জানা যাবে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।