বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মধ্যরাতে হেফাজতে ইসলামে ভাঙ্গাগড়া হয়েছে। কমিটি বিলুপ্তির সাড়ে তিন ঘণ্টা পর সেহেরিতে গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি।
হেফাজতে ইসলামের সদ্যসাবেক আমির শায়খুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরীকে আহবায়ক করে পাঁচ সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির অন্য চারজন হলেন আল্লামা মহিববুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী।
তার আগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে পরিচিত চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় রাতভর হেফাজতে ইসলামে চলে ভাঙ্গাগড়া, নানা নাটকীয়তা।
প্রত্যক্ষদর্শীরা জানান রাতভর মাদরাসা এলাকার ভেতরে বাইরে আইন-শৃঙখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উর্ধতন কর্মকর্তাদেরও দেখা যায় সেখানে। এতে মাদরাসার ছাত্র শিক্ষকসহ স্থানীয়দের মাঝে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। নেতারা গ্রেফতার হচ্ছেন এমন আশঙ্কা জানান অনেকে।
মাদরাসার বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি প্রসঙ্গে একজন উর্ধতন কর্মকর্তা জানান, হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীকে গ্রেফতার প্রস্তুতি ছিলো। তবে কমিটি বিলুপ্ত করায় গ্রেফতার অভিযান শেষ পর্যন্ত হয়নি। তবে ওই কর্মকর্তা জানান, মাদরাসা ঘিরে তাদের সার্বক্ষণিক নজরদারি আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী তারা পরবর্তি পদক্ষেপ নেবেন।
এদিকে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তিন সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। পরে ভোর চারটার দিকে জানানো হয়, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরীকে আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে।
আজ সোমবার আহবায়ক কমিটির সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হেফাজত নেতারা। আহবায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে সারাদেশে নতুন কমিটি গঠন করবে।
মহিবুল্লাহ বাবুনগরী আগের কমিটির প্রধান উপদেষ্টা আর নুরুল ইসলাম মহাসচিব ছিলেন।
তার আগে রাত ১১টায় কমিটি বিলুপ্তির ঘোষণা দেন জুনাইদ বাবুনগরী। রোববার রাতে এক ভিডিও বার্তার মাধ্যমে হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাবুনগরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
গত বছরের ১৫ নভেম্বর জুনাইদ বাবুনগরীকে আমির করে ১৫১ সদস্য বিশিষ্ট হেফাজতের কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।