Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামের সুশীতল ছায়াতলে প্রোটিয়া ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২১, ১২:০৫ এএম

দক্ষিণ আফ্রিকান জাতীয় দলের ক্রিকেটার বিয়র্ন ফরটুইন ইসলাম ধর্মগ্রহণ করেছেন। স¤প্রতি তিনি ধর্ম পরিবর্তন করেছেন। এ বিষয়ে ব্যক্তিগত ইনস্টাগ্রামে তিনি নিজে ব্যাপারটি নিশ্চিত করেছেন।

ধর্ম বদলে মুসলিম হওয়ার পর নিজের নামও পরিবর্তন করেছেন, নিজের নতুন নাম রেখেছেন ইমাদ। তার স্ত্রী অনেক আগে থেকেই ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। তবে তার এ সিদ্ধান্তে তার স্ত্রীর কোনো হাত ছিল না। তিনি জানিয়েছেন এ নিয়ে নিজ থেকেই আগ্রহ সৃষ্টি হয়েছিল তার।
ইসলাম গ্রহণের পর ফরটুইন বেশ কিছু ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন। সেসব শেয়ারে দেখা যায় তাকে অভিনন্দন জানাচ্ছেন বন্ধুরা। তেমনই একটা শেয়ারে দেখা যায়, ‘গতকাল রাতে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, রমজান মাসে ঘটল এটা। সে তার নাম রেখেছে ইমাদ, তোমাকে নিয়ে আমার বেশ গর্ব হচ্ছে।’ তিনি আরেকটা স্ক্রিনশটও পোষ্ট করেছেন, যাতে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সে ছবিটায় তিনিও প্রত্যুত্তরে ধন্যবাদ জানিয়েছেন।

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পান তিনি। এরপর থেকে একটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টির অভিজ্ঞতা ঝুলিতে পুরেছেন। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজেও মাঠে ছিলেন তিনি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ