প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঈদে নতুন ধরনের গল্পের একটি নটকে দেখা যাবে নুশরাত ইমরোজ তিশাকে। এতে প্রথমবারের মতো তৃতীয়লিঙ্গের চরিত্রে অভিনয় করছেন তিনি। নাটকটির নাম ইঁদুর-বিড়াল। এটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। এ ছাড়াও তিশাকে ঈদে রাত গভীর হয় শিরোনামের একটি নাটকে দেখা যাবে। এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এদিকে প্রায় টানা দুই মাস বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং নিয়ে মুম্বইয়ে ব্যস্ত ছিলেন তিশা। এটি পরিচালনা করছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল। তিশা সম্প্রতি মুম্বাইতে শুটিং শেষ করে দেশে ফিরেছেন। এমন একটি ছবিতে কাজ করতে পেরে দারুণ উচ্ছ¡সিত তিনি। এই ছবির মধ্য দিয়ে ইতিহাসের অংশ হতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি। বায়োপিক ছাড়াও অভিনেত্রীর হাতে আরো দুটি ছবি আছে। এগুলো হলো-ভালোবাসার প্রীতিলতা ও রক্তজবা। দুটি ছবিতে এই গ্ল্যামারকন্যা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এদিকে লকডাউনের কারণে আপাতত শুটিং করছেন না তিনি। তবে লকডাউনের পরে করোনা পরিস্থিতির উন্নতি হলে ঈদের কাজ করতে পারেন বলেও জানান তিশা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।