প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত জানুয়ারিতে মা হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এরপর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। মেয়ে ইলহামকে নিয়ে ছিল তার ব্যস্ততা। এই ব্যস্ততা কাটিয়ে তিনি কাজে ফিরেছেন। গত রোববার মেয়েকে সঙ্গে নিয়েই বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব’ সিনেমার ডাবিং করেছেন। নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য জানান তিনি। তিশা বলেন, ইলহামকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছি। বঙ্গবন্ধু সিনেমার ডাবিং দিয়ে কাজ শুরু করেছি। উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে মুজিব সিনেমার শুটিংয়ে অংশ নেন। এ সিনেমায় তার অংশের শুটিং হয়েছে ভারতের মুম্বাইতে। এতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং শেষে জানতে তিশা পারেন, তিনি মা হতে যাচ্ছেন। তারপর সব ধরনের শুটিং থেকে নিজেকে গুটিয়ে নেন। অবশেষে বিশ্ব মা দিবসে মেয়েকে সঙ্গে নিয়ে কাজে ফিরেছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।