Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের প্রথম ছয়ে পাঁচ পঞ্চাশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

পাল্লেকেলেতে বাংলাদেশের রানের স্রোত স্পর্শ করেছে রেকর্ড বইয়ের অনেক পাতা। ব্যক্তিগত অনেক মাইলফলকের পাশে ধরা দিয়েছে দলীয় অর্জনও। তৃতীয় দিন সকালে মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটিতে যেমন হয়ে গেছে আরেকটি কীর্তি, যা বাংলাদেশ পারেনি আগে কখনোই।
টেস্টের আঙিনায় প্রায় ২১ বছর আর ১২২ ম্যাচের পথচলায় এই প্রথম এক ইনিংসে বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচজনই খেলতে পারলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ম্যাচের প্রথম সকালে তামিম ইকবালের দারুণ ফিফটি দিয়ে শুরু। পরে তামিম আউট হন ৯০ রানে। সেদিনই ১২৬ রানে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত, ৬৪ রানে মুমিনুল হক। পরদিন শান্ত ফেরেন ১৬৩ রানে, ১২৭ করে মুমিনুল। গতকাল তৃতীয় দিন সকালে লিটন দাস আউট হন ৫০ রান করে। ইনিংস ঘোষণার সময় মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৬৮ রানে। প্রথম ছয়ের কেবল সাইফ হাসানই যোগ দিতে পারেননি রান উৎসবে। ম্যাচের দ্বিতীয় ওভারেই ফেরেন তিনি শ‚ন্য রানে।
প্রথম ছয় ব্যাটসম্যানের পাঁচ ফিফটি ছোঁয়া ইনিংস প্রথমবার হলেও সব পজিশন মিলিয়ে এক ইনিংসে পঞ্চাশ ছোঁয়া পাঁচ ইনিংস আগে দুবার দেখেছে বাংলাদেশ। প্রথমবার ২০১২ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে। সেবার ওপেনিংয়ে তামিম করেন ৭২, চারে নেমে নাঈম ইসলাম ১০৮, পাঁচে সাকিব আল হাসান ৮৯। ছয়ে নেমে মুশফিক ৪৩ রানে আউট হলেও সাতে নাসির হোসেন করেন ৯৬ ও আট নম্বরে মাহমুদউল্লাহ ৬২। আরেকবার ২০১৭ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে। সেবারও ওপেনিংয়ে তামিমের ফিফটিতে শুরু, করেন ৫৬। তিনে মুমিনুল করেন ৬৪। পরে মহাকাব্যিক এক জুটির পথে পাঁচে নেমে সাকিব ২১৭ ও ছয়ে মুশফিক ১৫৯ রানের ইনিংস খেলেন। সাতে নেমে সাব্বির রহমান অপরাজিত থাকেন ৫৪ রানে।
সেই দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। যদিও এই ম্যাচের ভাগ্য নিয়ে এখনই কিছু বলার সময় আসেনি। হাতে এখনও দুদিন বাকি, ম্যাচের বাকি প্রায় তিন ইনিংস। তারপরও অলৌকিক কিছু না হলে ম্যাচটি যে ড্র’র দিকেই যাচ্ছে সেটি অনুমান করাই যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ