মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, ‘অনুপ্রবেশকারীরাই আপনার ভোট ব্যাংক। এই অনুপ্রবেশকারীরা বহিরাগত। আপনি তার ওপর নির্ভর করেই বাংলায় শাসন করতে চাইছেন।’
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাজ্যটির হরিরামপুরে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন অমিত। সভায় তিনি দলের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন। দক্ষিণ দিনাজপুরের ৬টি বিধানসভা আসনের নির্বাচনকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হয়। করোনার কারণে সভায় মাত্র ৫০০ জনকে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়।
সেখানে তিনি বলেন, ‘দিদির কাজের খতিয়ান বলে কিছু নেই। ওনার ভাষণ শুনুন। ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি শুধু প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) ও আমাকে গালিগালাজ করেন। বলেন বহিরাগত, বহিরাগত আর বহিরাগত।’
অমিত বলেন, ‘আমি এদেশে জন্মেছি ও বড় হয়েছি। আমার মৃত্যু যেন এই পবিত্রভূমিতে হয় এবং আমি এখানেই চিতায় ভস্ম হতে চাই। আমি বহিরাগত নই।’
মমতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনার ভোট ব্যাংকের পুরোটাই অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা বহিরাগত। আপনি তার ওপর নির্ভর করেই বাংলায় শাসন করতে চাইছেন। অনুপ্রবেশকারীদের তৃণমূল আটকাতে পারবে না, কমিউনিস্ট-কংগ্রেসও পারবে না। কারণ, এই অনুপ্রবেশকারীরা তিনটি দলের ভোট ব্যাংক।’
এরপরই অমিত বলেন, ‘২ মে বিজেপি সরকার বানান। আমরা এমন একটি সরকার গড়ব যেখানে ব্যক্তি বা মানুষ তো দূরের কথা, পতঙ্গও সীমান্তে পা ফেলতে পারবে না। বিজেপির সংকল্প বাংলায় অনুপ্রবেশকারীদের আটকানো, যা সুনিশ্চিত।’
এছাড়া, বিতর্কিত নাগরিকত্ব আইনের বিষয়ে বিজেপি সরকারের অবস্থান অটল বলে জানান অমিত শাহ। তিনি মনে করেন, মতুয়া, নমশূদ্রদের নাগরিকত্ব পাওয়া উচিত। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বিজেপি সভাপতি বলেন, ‘মমতা দিদি আপনার সময় সমাপ্ত। বিজেপি সরকার আসবে। আমি কথা দিয়ে যাচ্ছি, ওই সম্প্রদায়দের নাগরিকত্বের পাশাপাশি তাদের যথাযথ সম্মান দেব।’
সূত্র: সংবাদ প্রতিদিন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।