Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোঁজ মেলেনি ইন্দোনেশিয়ার সেই সাবমেরিনটির!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ৮:২৪ এএম

নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পরও কোনো হদিস মেলেনি ইন্দোনেশিয়ার সেই সাবমেরিনের। কেআরআই নাঙ্গালা-৪০২ নামের এই সাবমেরিনে ৫৩ জন নাবিক ছিলেন। গতকাল বুধবার ভোর রাতে সাবমেরিনটি বালির উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। -বিবিসি

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জানান, কেআরআই নাংগালা-৪০২ নামে ওই সাবমেরিনটি অনুসন্ধানে কয়েকটি যুদ্ধজাহাজ ও একটি হেলিকপ্টারসহ ৪০০ জনের একটি উদ্ধারকারী টিম এ নিয়ে কাজ করছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, এরই মধ্যে হারিয়ে যাওয়া সাবমেরিনটির অক্সিজেন ফুরিয়ে গেছে। এতে ওই সাবমেরিনে থাকা ৫৩ জনকে নিয়ে শঙ্কা বাড়ছে। তারা আসলে কি ভাগ্য বরণ করেছেন তা এখনো স্পষ্ট নয়। জানা গেছে, সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এরপর থেকে সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ