Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবমেরিনের খোঁজে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইন্দোনেশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১০ এএম

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর একটি সাবমেরিন ৫৩ নাবিকসহ নিখোঁজ হয়েছে। ৪৪ বছরের পুরোনো কেআরআই নাংগালা-৪০২ নামের এই সাবমেরিনের খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বুধবার বালি দ্বীপের উত্তরে ৫৩ জন নাবিকসহ বুধবার মহড়ায় যায় একটি সাবমেরিন। কিন্তু এরপর থেকে সাবমেরিনটির কোন খোঁজ মিলছে না। সাবমেরিনের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জানান, সাবমেরিনটির খোঁজে যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। সাবমেরিনে থাকা ৫৩ জনের খোঁজ এখনও চলছে বলে টেক্সট মেসেজে রয়টার্সকে জানিয়েছেন সেনাপ্রধান হাদি জাজান্তো। অনুসন্ধান কার্যক্রমের জন্য অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। দেশ দুটি সাড়া দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান থেকে চালানো অনুসন্ধানে সাবমেরিনটি পানিতে ডুব দেওয়ার জায়গার কাছে তেল ছড়িয়ে থাকতে দেখা গেছে। নৌবাহিনী বলছে, পানিতে তেল ছড়িয়ে থাকার যে চিহ্ন দেখা গেছে তাতে সাবমেরিনটির জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে কিংবা এটি নাবিকদের কাছ থেকে দেওয়া সংকেতও হতে পারে। বার্তা সংস্থা এএফপিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ফার্স্ট অ্যাডমিরাল জুলিয়াস উইদজোজোনো বলেছেন, ‘সাবমেরিন উদ্ধারের জন্য নৌবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। আমরা ওই এলাকাটি ভালোভাবে চিনি। তবে সেখানকার গভীরতা অনেক বেশি।’ কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, গভীর পানিতে মহড়া চালানোর অনুমতি পাওয়ার পর থেকে সাবমেরিনটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীতে মোট পাঁচটি সাবমেরিন রয়েছে, যার মধ্যে এটি একটি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সাবমেরিনটি তৈরি হয়েছে ১৯৭০ এর দশকে। ২০১২ সালের আগে দক্ষিণ কোরিয়ায় সাবমেরিনটি দুই বছর ধরে মেরামত করা হয়। নৌবাহিনীর এক মুখপাত্র বিবিসিকে বলেন, এই প্রথম ইন্দোনেশিয়ার কোনো সাবমেরিন নিখোঁজ হলো। তবে এর আগেও বিশ্বে সাবমেরিন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ২০১৭ সালে আর্জেন্টিনার সামরিক বাহিনীর একটি সাবমেরিন ৪৪ জন নাবিক নিয়ে নিখোঁজ হয়। এক বছর পর সেটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়। ওই সাবমেরিনে বিস্ফোরণ হয়েছিল বলে জানা যায়। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ