প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনার কারণে আবারও বেকার হয়ে পড়েছেন চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের অনেকে। গত বছর চলচ্চিত্র শিল্পী সমিতি সহযোগিতা করতে পারলেও এবার পারছে না। ফলে কর্মহীন শিল্পীদের নিয়ে বিপাকে পড়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘গতবার সামর্থ্যবান শিল্পী ও বিত্তবানদের সহযোগিতায় বেকার পিছিয়ে পড়া শিল্পীদের সহায়তা করতে পেরেছিলাম। এবার কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় কিছু শিল্পী মানবেতর জীবনযাপন করছেন। তাদের প্রত্যাশা এবারো তাদের পাশে দাঁড়াই। কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারিনি।’সরকারি সহযোগিতার দাবি করে জায়েদ খান বলেন, ‘গত বছর লকডাউনে কাজহীন পিছিয়ে পড়া শিল্পীদের বাঁচাতে তথ্য মন্ত্রণালয়ের কথামতো আর্থিক প্রণোদনার জন্য ২৩১ জন শিল্পীর তালিকা মন্ত্রণালয়ে জমা দিলেও আজ পর্যন্ত একটি টাকাও পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একান্ত অনুরোধ, ২৩১ জন অসহায় শিল্পীকে তালিকা অনুযায়ী প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করলে তারা বাঁচতে পারবে।’ জায়েদ খান সবসময় শিল্পীদের পাশে দাঁড়িয়ে চলচ্চিত্রের মানুষের প্রশংসায় সিক্ত হচ্ছেন। সম্প্রতি অভিনয় শিল্পী কবরী ও ওয়াসিমসহ অনেকে মারা গেলে তাদের তদারকি এবং দাফন পর্যন্ত নিজ হাতে করেন জায়েদ খান। এজন্য চলচ্চিত্রের সিনিয়র শিল্পী সোহেল রানা, উজ্জ্বল, রোজিনাসহ অনেকেই জায়েদ খানকে ‘করোনা বীর’ বলে আখ্যায়িত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।