Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার নন্দীগ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৭

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৫:৫৯ পিএম

বগুড়ার নন্দীগ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ ৭ জন আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের বাজারে ছুরিকাঘাত ও মারপিটের ঘটনা ঘটে। থানার ওসি মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল (৩২), রফিকুল ইসলাম (৩৮) ও রজব হোসেন (১৭) নামের তিনজনকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। আহত কামরুল ইসলাম (৩২), মজনু রহমান (২৫), বিলকিছ (৪৮) ও আয়লা (৪০) নামের আরও ৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ