Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আত্মহত্যা করতে গিয়ে খুঁজে পেলেন ইসলাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

মাদকাসক্ত ছিলেন। তা থেকেই হাতাশা। কিন্তু শেষ পর্যন্ত সেই হাতাশাই তাকে ইসলামের আলো দেখিয়েছে। তাই ইসলামের সুশীতল ছায়ায় এসেছে ৫৩ বছর বয়সী যুক্তরাষ্ট্রের অ্যারোন ডেভিড স্নাইডার হয়ে গেছেন হারুন। গত বছর আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহ‚র্তে ঐশ্বরিক এক ‘সংকেতের’ মাধ্যমে আল্লাহ তাকে আত্মহত্যা করতে বাধা দেয়। এসময় তিনি জীবনের উদ্দেশ্য কি তা খোঁজার চেষ্টা করেন। সেই চেষ্টা থেকেই এক বছর ইসলাম ধর্ম গ্রহণ করে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত হারুন। এবারই প্রথম রোজা রাখছেন তিনি। তিনি বলেন, আমি আমার ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলাম। আমি আত্মহত্যার চিন্তা করেছিলাম। তখন আমি ঈশ্বরের কাছে চিৎকার করে বলি, আমি তোমার কাছে আত্মসমর্পণ করি। আমি আমার মাদকাসক্তি নিয়ন্ত্রণ করতে পারছি না। তখন আমি আকাশের দিকে তাকাই এবং ঈশ্বরকে আবারও জিজ্ঞাসা করি সে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। হঠাৎ করে আমার মধ্যে অদ্ভুত শিহরণ হয়। কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ আলোকিত হয়ে উঠে এবং আমি বিদ্যুৎ চমকানোর মতো তিনটি আলোর ঝলকানি দেখতে পাই। আমি ওয়েদার আপডেট দেখি, কোনও ঝড়ে সম্ভাবনা নেই। আমার বিশ্বাস হয় যে ঈশ্বর আমাকে বলেন যে, আমি আমার মাদকাসক্তি থেকে মুক্তি পাবো। আমি শান্ত অনুভব করি। এরপর আমি আর মদ স্পর্শ করিনি এবং আমার জীবনযাত্রা পুরোপুরি পাল্টে যায়। হারুন বলেন, আমি জানি না কিভাবে আমি ইসলামকে খুঁজে পেয়েছি। তবে যখন আজান শুনতাম তখন আমার খুব শান্তি লাগতো। এরপর আমি একটি কুরআন তেলাওয়াতের অ্যাপ খুঁজে পাই সেটির সঙ্গে ইংরেজি সাবটাইটেল ছিল। কুরআন শুনলে আমি খুব শান্তি পেতাম। এটা আমার জন্য শান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং মাদকাসক্তির বিরুদ্ধে লড়াইয়ে শক্তি খুঁজে পাই। ইসলাম গ্রহণ করে এখন জীবনে প্রথমবারের মতো রোজা রাখছেন হারুন। কষ্টকর হলেও তিনি রোজা রাখছেন। আর সারাদিন যতটা সম্ভব ইসলাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছেন তিনি। খালিজ টাইমস।

 

 



 

Show all comments
  • Towhid ২২ এপ্রিল, ২০২১, ১:৫২ এএম says : 0
    May Allah swt bless you
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ