Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইকেল বি জর্ডান জানালেন স্ট্যালোনের ‘ক্রিড থ্রি’তে না ফেরার কারণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

‘রকি’ সিরিজের স্পিন-অফ ‘ক্রিড’ সিরিজের তৃতীয় পর্বের পরিচালক মাইকেল বি জর্ডান স¤প্রতি নিশ্চিত করেছেন নতুন পর্বে রকি বালবোয়া সিলভেস্টার স্ট্যালোন ফিরছেন না। তার অভিনয়ে সর্বশেষ ফিল্ম ‘উইদাউট রিমোর্স’-এর প্রচারণায় এক সাক্ষাতকারে জর্ডান আসন্ন পর্বে রকির অনুপস্থিতি ব্যাখ্যা দিয়েছেন। উল্লেখ্য স্ট্যালোন রূপায়িত রকি জর্ডান রূপায়িত বক্সার অ্যাডোনিস ক্রিডের প্রশিক্ষক। জর্ডান বলেন : “আমি মনে করি ¯øাই (স্ট্যালোন) জানাতে চান এই পর্বে তিনি ফিরবেন না, তবে আমি মনে করি তার নির্যাস আর আত্মশক্তির অনেকটাই অ্যাডোনিসের মধ্যে এসে গেছে।” “তবে এটা হল ‘ক্রিড’ ফ্র্যাঞ্চাইজ , আর আমরা তাকে ঘিরেই এক গল্প ও জগত গড়ে তুলে এগিয়ে যেতে চাই। তিনি যা করেছেন যে জগতটি নির্মাণ করেছেন তার প্রতি আমাদের পুরো শ্রদ্ধা রয়েছে। তবে আমরা অ্যাডোনিসকে নিয়ে আমরা কাহিনী এগিয়ে নিতে চাই।” ‘ক্রিড’-এর কাহিনী লিখেছেন ও আগের দুটি পর্ব পরিচালনা করেছেন রায়েন কুগলার। রকির প্রতিদ্ব›দ্বী অ্যাপোলো ক্রিডের (২০১৫’র ‘রকি’ পর্ব) ছেলে অ্যাডোনিস ক্রিডের কাহিনী নিয়ে ‘ক্রিড’ সিরিজ শুরু হয় ২০১৫তে। ২০১৮তে এর দ্বিতীয় পর্ব মুক্তি পায়। দুটি পর্বই বাণিজ্যিক সাফল্য লাভ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রকি

২২ ফেব্রুয়ারি, ২০২২
২৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ