Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে ছাত্রলীগ কর্মীর সঙ্গে ধস্তাধস্তি, সেই পুলিশ কর্মকর্তা ক্লোজড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২১, ১১:০৮ এএম

ফেনীতে রিকশা থেকে এক ছাত্রলীগের সাবেক নেতার শার্টের কলার ধরে নামানোর ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যশোমন্ত মজুমদারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) রাতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। তিনি জানান, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। তার সঙ্গে দায়িত্বশীল আচরণ না করায় ঘটনাস্থলে নিয়োজিত এসআই যশোমন্ত মজুমদারকে শাস্তিমূলকভাবে ফেনী মডেল থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সময় তার সঙ্গে দায়িত্ব পালন করা অপর দুই পুলিশ সদস্যের কাছে জবাব চাওয়া হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে ফেনী মডেল উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এক যুবকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় শহরের ট্রাঙ্ক রোডে ফেনী মডেল উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে একটি রিকশা থামান মডেল থানার উপপরিদর্শক (এসআই) যশোমন্ত মজুমদার ও পুলিশ সদস্যরা। এ সময় রিকশায় বসে থাকা মাস্কবিহীন এক যুবককে নামতে বলেন। ওই যুবক না নেমে পুলিশের সঙ্গে তর্ক শুরু করেন। তখন পুলিশ মামলার কথা বলেন। সঙ্গে সঙ্গে যুবক বলেন, এদেশে পুলিশের অনেক ক্ষমতা, তাই না।

তর্কের এক পর্যায়ে তার শার্টের কলার ধরে রিকশা থেকে নিচে নামায় পুলিশ। তখন শার্টের কলার ধরা পুলিশ সদস্যকে যুবক বলেন, তুই অন্য রিকশা ছাড়ছিস; আমাকে কেন আটকাইছিস। পাশাপাশি পুলিশ সদস্যদের গালিগালাজ করতে থাকেন যুবক। এ সময় এক পুলিশ সদস্য যুবককে পাগল বলেন। তখন ওই পুলিশকে যুবক বলেন, তুই আমাকে পাগল বললি কেন? আমি পাগল, না? তুই পাগলের সামনে দাঁড়াইলি কেন?

এ সময় পুলিশের সঙ্গে যুবকের হাতাহাতি লেগে যায়। এক পর্যায়ে একাধিক পুলিশ সদস্য যুবককে জাপটে ধরেন এবং হ্যান্ডকাফ পরানোর চেষ্টা করেন। হ্যান্ডকাপ পরানো অবস্থায় যুবক বলেন, মসজিদে কোরআন পড়তে যাচ্ছিলাম, বলছি আমাকে ছেড়ে দেন। সেই সঙ্গে হ্যান্ডকাপ পরতে অস্বীকৃতি জানান। পরে তাকে মাটিতে ফেলে হ্যান্ডকাপ পরিয়ে হেফাজতে নেয় পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম মো. শহিদ। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বাসিন্দা। তিনি সাবেক ছাত্রলীগ কর্মী।

পুলিশ জানায়, এর আগেও পুলিশকে গালিগালাজ করায় শহরের শহীদ মিনারের সামনে থেকে শহিদকে আটক করা হয়েছিল। বেশ কিছুদিন ধরেই এমন আচরণ করছেন শহিদ।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার জানান, রোববার মডেল স্কুলের সামনে থেকে শহিদকে আটক করা হয়েছিল। তার মানসিক সমস্যা আছে। তাকে আটক করে হাজতে নেওয়ার সময় চিৎকার চেঁচামেচি শুরু করেন। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।



 

Show all comments
  • মু. অহিদুল হক ২০ এপ্রিল, ২০২১, ৫:২৩ পিএম says : 0
    সে যেই হোক, একজন নাগরিক রিক্সায় চড়ে যাচ্ছে, তাকে কলার ধরে নামিয়ে কোন কারণ ছাড়াই পুলিশ এভাবে হেনস্থা করতে পারে?
    Total Reply(0) Reply
  • Samim Ahmed ২০ এপ্রিল, ২০২১, ৫:২৩ পিএম says : 0
    যাক ছেলেটা এখন মনে হয় বাচবে তার কোন কিছু সমস্যা হবেনা ছাত্রলীগ হওয়াতে
    Total Reply(0) Reply
  • Ranju Ahmed ২০ এপ্রিল, ২০২১, ৫:২৫ পিএম says : 0
    ওই পুলিশ কর্মকর্তাকে নারায়ণগঞ্জের ওসির মত বাধ্যতামূলক অবসরে পাঠানো হোক
    Total Reply(0) Reply
  • Ekram Uzzaman ২০ এপ্রিল, ২০২১, ৫:২৫ পিএম says : 0
    ছাত্রলীগের কর্মী হওয়াতেই শিরোনাম বা পুলিশকে ক্লোজ করা হয়েছে, সাধারন জনগন বা অন্য কোনো দলের কর্মী হলে কিছুই হতোনা পুলিশের, বাংলাদেশের সব কিছুতেই রাজনৈতিক বিবেচনায় গুরুত্ব পাচ্ছে।
    Total Reply(0) Reply
  • N.H. Nehan ২০ এপ্রিল, ২০২১, ৫:২৮ পিএম says : 0
    ছেলেটা বিএনপির হলে পুলিশের প্রমোশন হতো
    Total Reply(0) Reply
  • হাসিব আকাশ ২০ এপ্রিল, ২০২১, ৫:২৯ পিএম says : 0
    তাকে চাকরি থেকেই বরখাস্ত করে আইনের আওতায় আনা উচিৎ
    Total Reply(0) Reply
  • সবুজ ২০ এপ্রিল, ২০২১, ৫:৩০ পিএম says : 0
    সে ছাত্রলীগ যুবলীগ বা সাধারণ মানুষ হোক।। পুলিশের এটা করা একদমই উচিত হয়নি
    Total Reply(0) Reply
  • মো রহমান ২০ এপ্রিল, ২০২১, ৯:২৬ পিএম says : 0
    আরে তাই নাকি? ছাত্রলীগ তাইতো বলি এতো সাহস কার পুলিশের সাথে পাঙ্গা লয়? বুঝা গেল কে বড় পুলিশ না ... ... ...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরখাস্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ