বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঝড়ের তাণ্ডবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন তলা ভবনে ফাঁটল দেখা দিয়েছে। উড়ে গেছে ভবনের তিন তলায় টিনের ছাউনি। এছাড়াও বেশ কিছু ঘর বাড়ি ও ব্যাপক গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। রোববার মধ্য রাতের ঝড়ে
এমন ক্ষতির মুখে পড়ে স্কুল ভবন ও সাধারণ মানুষ।
জানা যায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও ওই একই এলাকার বেশ কিছু ঘরবাড়ি ও গাছ ভেঙে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে তারুন্দিয়া ইউনিয়নের চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের তিন তলা একটি ভবনের তৃতীয় তলায় সম্প্রতি প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে টিনের ছাউনি দিয়ে শ্রেণি কক্ষ সম্প্রসারণ করা হয়েছিল। কিন্তু ঝড়ে সেই সম্প্রসারিত কক্ষের ছাউনির টিন উড়িয়ে নিয়ে গেছে। ফাঁটল দেখা দিয়েছে ভবনের বিভিন্ন অংশে এবং উড়িয়ে নিয়ে গেছে সৌর বিদ্যুতের প্যানেলও।
এছাড়াও ঝড়ে উপজেলা উচাখিলা ইউনিয়নের হরিয়াখালী গ্রামের আহের বানু নামে বিধবার ঘর লন্ডভন্ড হয়ে গেছে। নি:স্বন্তান ভিক্ষুক বৃদ্ধার ঘরটি রোববার রাতের ঝড়ে উড়ে যায়। এছাড়া উপজেলা তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া এলাকাসহ আরো অন্তত ২০টি পরিবারের ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। কয়েকশ’ গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে।
চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিসবাহ উদ্দিন বলেন, ঝড়ে প্রতিষ্ঠানের একটি ভবনে ফাঁটলসহ টিনের চাল উড়ে গেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ক্ষতির পরিমান নির্ধারণ করে প্রতিষ্ঠান প্রধানকে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। তারা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।