Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি শরিফ, সম্পাদক মেরাজ

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২১, ৭:১০ পিএম

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে আজ ১৮ এপ্রিল দুপুরে। প্রেসক্লাব সভাপতি মো: শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন ও সিনিয়র সদস্যরা আলোচনা করে এ কমিটি চুড়ান্ত করেন। সভাপতি-সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নবগঠিত এ কমিটির কর্মকর্তারা হচ্ছেন, যথাক্রমে সভাপতি পদে একুশে টিভি ও দৈনিক সংবাদ প্রতিনিধি মো: শরিফুর রহমান, সিনিয়র সহসভাপতি পদে দৈনিক বাংলার নেত্র প্রতিনিধি মলয় মোহন বল, সহসভাপতি পদে দৈনিক করতোয়া প্রতিনিধি এসএম শহিদুল ইসলাম ও বাংলাদেশ টুডে প্রতিনিধি আসাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক পদে ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মো: মেরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে যমুনা টিভি প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল ও এস এ টিভি ও দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি মহিউদ্দিন সোহেল , সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সকালের সময় প্রতিনিধি মানিক দত্ত, সহ: সাংগঠনিক সম্পাদক পদে আনন্দ টিভি প্রতিনিধি মারুফুর রহমান ফকির কোষাধ্যক্ষ পদে এশিয়ান টিভি প্রতিনিধি রওশন কবীর আলমগীর, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আলমগীর হোসেন , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে চ্যানেল এস প্রতিনিধি সোহেল রানা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোর ও ডেইলি অবজারভার প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, প্রচার সম্পাদক পদে নিউজ টুয়েন্টি ফোর ও আজকের পত্রিকা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, নিবার্হী সদস্য পদে দৈনিক জনকন্ঠ ও বেতার প্রতিনিধি এডভোকেট রফিকুল ইসলাম আধার, দৈনিক তথ্যধারা প্রতিনিধি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, দৈনিক প্রথম আলো প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, বাংলাভিশন প্রতিনিধি এম এ হাকাম হিরা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সাবিহা জামান শাপলা, মাছরাঙা টিভি প্রতিনধি আবুল হাশিম ও বিজনেস বাংলাদেশ প্রতিনিধি রেদওয়ানুল হক আবীর ।

এর মধ্যে গত ২৭ ফেব্ররুয়ারী শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে গোপন ব্যালট পেপারে ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো মো. মেরাজ উদ্দিন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মো. শরিফুর রহমান,কন্ঠ ভোটে সাংগঠনিক সম্পাদক হিসেবে মানিক দত্ত নির্বাচিত হয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন কমিটি

১৩ ফেব্রুয়ারি, ২০২২
৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ