যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় অপরূপ সাজে আলোক সজ্জার মাধ্যমে দেখানো হয়েছে আমিরাত প্রবাসী বাংলাদেশি তরুণ মোশাররফ শহীদকে। গত বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে বিরল সম্মাননায় চলমান করোনা যুদ্ধে আরব আমিরাতে অবস্থানরত অন্যান্য দেশের ফ্রন্ট লাইন যোদ্ধাদের বুর্জ খলিফায় প্রদর্শিত ছবির সাথে দেখানো হয় তার ছবিও। প্রবাসের মাটিতে লাল সবুজের বাংলাদেশকে মহীয়ান করা এই তরুণ মোশাররফ শহীদের বাড়ি কুমিল্লায়। তিনি দুবাই মিউনিসিপিলিটির পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টে কর্মরত।
করোনাকালীন এ যুদ্ধের ফ্রন্ট লাইনারদের সম্মাননা প্রদর্শন ও অনন্য নজির স্থাপনে তাদের ছবির লেজার শো বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফায় প্রদর্শন করে বিশ্ববাসীকে যেভাবে জানান দিয়ে সম্মান দেখিয়েছে আরব আমিরাত তা খুবই বিরল। প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, আরব আমিরাতের এমন সম্মান প্রদর্শন ও স্বীকৃতিতে আনন্দে উদ্বেলিত তারা। এ জন্য দেশের সম্মান বয়ে আনা মোশাররফ শহীদকে অভিনন্দন জানানোর পাশাপাশি আরব আমিরাত সরকারকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।