Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে মিলছে না টিসিবি পণ্য

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যে আগুন। এ অবস্থায় রমজানের দ্বিতীয় রোজা পার হলেও বগুড়ার সান্তাহার প্রথম শ্রেণির পৌরসভা এলাকায় মিলছে না টিসিবির পণ্য। গত বুধবার এ শহরে টিসিবির সামগ্রী বিক্রির জন্য গাড়ি আসবে এমন খবর ছড়িয়ে পরলে শহরের কয়েকটি মোড়ে সব শ্রেণির শত শত মানুষ টিসিবির গাড়ি আসার অপেক্ষায় থাকে। একপর্যায়ে দুপুরে অপেক্ষামান মানুষের কাছে খবর আসে গাড়ি আসার, তবে সোনার হরিণ টিসিবির গাড়ি চলে যায় আদমদীঘি উপজেলার ছাতনি বাজারে। এতে পণ্য কিনতে আসা সর্বসাধারণের কপালে ফুটে উঠে হতাশার ছাপ।

সান্তাহার পৌর এলাকার চা বাগানের ময়েন উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের সিটি শহর জেলা শহরসহ সবখানে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে, অথচ সান্তাহার একটা প্রথম শ্রেণির পৌরসভা এখানে আমরা পাচ্ছি না। আবার শোনা যায়, আদমদীঘি উপজেলাসদরসহ উপজেলার প্রত্যন্ত বাজারে মাঝে মধ্যে টিসিবির পণ্য বিক্রির খবর পাওয়া যায়।
এ ব্যাপারে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, টিসিবির মালামাল দেয়া হচ্ছে এ বিষয়ে আমার জানা নেই। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার টিসিবি সরবরাহের নিয়ন্ত্রণ করেন। এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সিমা শারমিনের সাথে কথা বললে তিনি বলেন সান্তাহারে টিসিবির সামগ্রী দেওয়া হবে এমন কথাত কাউকে বলা হয়নি। পরর্বতীতে সান্তাহারে দেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ