Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের দুই সমর্থককে কুপিয়ে রক্তাক্ত জখম

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২১, ৮:০৯ পিএম

হাতিয়া উপজেলায় ইউপি নির্বাচন স্থগিত হলেও নৌকা সমর্থিত প্রার্থী মেহেদী হাসানের দুই সমর্থককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম (মালয়েশিয়ার) অস্ত্রধারীরা। বুধবার দিবাগত রাত ১১টার দিকে সোনাদিয়া ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মালয়েশিয়ার ভাড়াটিয়া সন্ত্রাসী বেলাল মেম্বার, কোপা সামছু ও জু¤া§ন ডাকাতের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী চৌরাস্তা বাজার সংলগ্ন বেড়ীবাঁধের নৌকা প্রতীকের সমর্থকদের উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় বেলাল হোসেন (২৭) ও জয়নাল আবেদিন (২৬ কে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনার এখন পর্যন্ত থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ