গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এবং সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা। তার জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে এই অঙ্গনে।
জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমসহ বারের জ্যেষ্ঠ আইনজীবীরা। আওয়ামী লীগের এই প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধাও জানান তারা।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় লাশবাহী ফ্রিজিং গাড়ি করে তার লাশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চত্বরে আনা হয়। এর আগে সকালে বকশীবাজারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টে জানাজা শেষে তার লাশ কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে তার লাশ।
গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত খসরু বুধবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।