বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লকডাউনে যশোর শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। লোকজনের চলাচল নেই। সকালে কাঁচাবাজারে কিছুটা লোকসমাগম হলেও দুপরে রাস্তাঘাট খাঁ খাঁ করছে। এতো তো তাপদাহ তারপর লকডাউনে পুলিশের কড়া নজরদারি, ব্যারিকেড এই দুয়ে পারতপক্ষে মানুষ ঘরের বের হচ্ছে না।
যশোর শহরের প্রধান সড়কগুলোর খোঁজ নিয়ে জানা গেছে, অনেকটাই জনমানবহীন। লকডাউনের প্রথম দিন যশোর শহরের বিভিন্নস্থানে চিত্র হচ্ছে জরুরি সেবা চললেও বাস্তবে একেবারে ফাঁকা। হাসপাতাল মোড়ের ওষুধ ব্যবসায়ি আশিকুর রহমান জানালেন, ওষুধের দোকান খোলা কিন্তু লোকজন চলাচল না করলে বেচাকেনা হবে কীভাবে। তাই বসে আছি বেচাকেনা নেই। কোন লোকজন আসছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।