Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় হেফাজতের আরো ৫ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

পটিয়া থানা পুলিশের মামলায় এক যুবদল নেতাসহ আরো পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও হাবিলাসদ্বীপ ইউপি সদস্য সুজন মেম্বর, হেফাজতের কর্মী জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের লিয়াকত আলী (৪৫), বরলিয়া ইউনিয়নের পশ্চিম বাড়েইকারা গ্রামের মনজুর চৌধুরী (২৬), জিরি ইউনিয়নের মো. শাহজাহান (৪৮) ও মো. তহিদুল আলম (৩৬)। পুলিশ জানায় এর আগে পটিয়া থেকে আরও ১৩ জনকে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুদদার বলেন, গত ২৬ মার্চ পটিয়ায় হেফাজতের নেতা-কর্মীদের বিক্ষোভের সময় থানা ঘেরাও এবং ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, যুবদল নেতা সুজন হেফাজতে ইসলামের আন্দোলেনকারীদের সমর্থনে তার ফেসবুকের মাধ্যামে উসকানিমূলক পোস্ট দিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজত

১ নভেম্বর, ২০২২
৩১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ