বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার পশরা গ্রামে এম এ আজিজ উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাঁর পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
এলাকাবাসীর ভাষ্য, ওই এলাকায় খাবারের মধ্যে চেতনানাশক মিশিয়ে বাড়ির সবাইকে ঘুমন্ত রেখে চুরির ঘটনা ঘটে আসছিল। গতকাল ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তার ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুঁড়ার সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটে। সন্দেহ হওয়ায় বাড়ির একজন ছাড়া আর কেউ খাবার খাননি। দিলীপ বিশ্বাসের ভাষ্য, গতকাল রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে চিৎকার দেন। তাঁদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসেন। ওই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করা দুই ব্যক্তির মধ্যে একজনকে আটকে পিটুনি দেন গ্রামবাসী। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। গণপিটুনিতে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।